'বত্রিশ সিংহাসন' এর রচয়িতা কে?

উইলিয়াম কেরি

গোলকনাথ শর্মা

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

রাম রাম বসু

কোনটিই নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: 'বত্রিশ সিংহাসন' এর রচয়িতা কে?

ব্যাখ্যা:

'বত্রিশ সিংহাসন' এর রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সংস্কৃত পন্ডিত, ভাষাবিদ, লেখক। তৎকালীন ওড়িষা প্রদেশের মেদিনীপুর জেলায় বৈতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নাটোর - রাজের দরবারে লেখাপড়া শিখে তিনি সংস্কৃত ভাষার অতুলনীয় পন্ডিতে পরিণত হন। তিনি উনিশ শতকের প্রথম ভাগে বাংলা গদ্য লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন।

ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম কেরির তত্ত্বাবধানে প্রধান পণ্ডিত থাকাকালীন ১৮০২ সালে মৃত্যুঞ্জয়ের ‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থটি প্রকাশিত হয়। ১৮০৮ সালে ‘হিতোপদেশ’ ও ‘রাজাবলি’, ১৮১৭ সালে ‘বেদান্তচন্দ্রিকা’, ১৮৩৩ সালে তার মৃত্যুর পর ‘প্রবোধচন্দ্রিকা’ গ্রন্থ প্রকাশিত হয়।


Related Question

বত্রিশ সিংহাসনের রচয়িতা কে?

গোলকনাথ শর্মা

রাম রাম বসু

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

মদন মোহন তর্লালঙ্কার

' বত্রিশ সিংহাসন' কার রচনা?

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

রামরাম বসু

বিদ্যাসাগর

রাজীব লোচন মুখোপাধ্যায়

বত্রিশ সিংহাসন-এর রচয়িতা কে?

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

রামরাম বসু

রাজীবলোচন মুখোপাধ্যায়

'বত্রিশ সিংহাসন' কার রচনা?

মৃত্যুঞ্জয় বিদ্যালংকার

রামরাম বসু

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

রাজীব লোচন মুখোপাধ্যায়