একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে?

পরাগত

সম্প্রকর্ষ

স্বরসঙ্গতি

অসমীকরণ

কোনটিই নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে?

ব্যাখ্যা: সমধ্বনি পাশাপাশি উচ্চারণের সময় অনেক ক্ষেত্রে একটি স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসীকরণ বলে। যেমন - ফট + ফটফটাফট, ধপ + ধপ > ধপাধপ, টপ + টপ> টপাটপ, পট + পট > পটাপট ইত্যাদি।