' তৎসম' শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
চলিত রীতি
সাধু রীতি
মিশ্র রীতি
আঞ্চলিক রীতি
Description (বিবরণ) :
প্রশ্ন: ' তৎসম' শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
ব্যাখ্যা: ক. বাংলাভাষার লৈখিক রীতি দুটির একটি চলিত রীতি। চলিত রীতি পরিবর্তনশীল। এ রীতি তদ্ভব শব্দবহুল। খ. যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রুপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল । গ. বাংলা ভাষায় মিশ্র রীতির ব্যবহার নেই। ঘ. মৌখিক রীতির দুটি ভাগের একটি হলো আঞ্চলিক রীতি। বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক রীতির বিভিন্নতা পরিলক্ষিত হয়।
Related Question
অর্ধ তৎসম শব্দের উদাহরণ কোনটি?
গঞ্জ
চাঁদ
পিতা
গিন্নী
দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে ?
বাহুল্য দোষ
গুরুচন্ডালী দোষ
দুর্বোধ্যতা
উপমার ভূল প্রয়োগ