ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি?
সাত সাগরের মাঝি
পাখির বাসা
হাতেমতাই
নৌফেল ও হাতেম
Description (বিবরণ) :
প্রশ্ন: ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি?
ব্যাখ্যা: মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ। তিনি ছিলেন ইসলামী আদর্শের উজ্জ্বল প্রতীক। 'সাতসাগরের মাঝি' (১৯৪৪) তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তার রচিত শিশুতোষ গ্রন্থ 'পাখির বাসা' (১৯৬৫) - এর জন্য তিনি ১৯৬৬ সালে ইউনেস্কো পুরষ্কার লাভ করেন। 'হাতেমতায়ী' তার রচিত কাহিনী কাব্য। ১৯৬৬ সালে ' হাতেমতায়ী' গ্রন্থের জন্য তিনি আদমজী পুরষ্কার লাভ করেন। আর ' নৌফেল ও হাতেম' (১৯৬১) তার কাব্যনাট্যের নাম।
Related Question
ফররুখ আহমদের কাব্যগ্রন্থ কোনটি?
মুহূর্তের কবিতা
অদৃশ্যবাদীদের রান্নাবান্না
সন্দীপের চর
মা যে জননী কান্দে