' অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
ধূমকেতু
বিদ্রোহী
প্রলয়োল্লাস
অগ্রপথিক
Description (বিবরণ) :
প্রশ্ন: ' অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
ব্যাখ্যা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (১৯২২) । এ কাব্যগ্রন্থের প্রথম কবিতা ' প্রলয়োল্লাস'। ধূমকেতু ও বিদ্রোহী কবিতাও অগ্নিবীণার অন্তর্গত। অগ্রপথিক কবিতাটি নজরুল ইসলামের 'জিঞ্জীর' কাব্যগ্রন্থের অন্তর্গত ।
Related Question
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ' অগ্নিবীণা' কাব্য নিষিদ্ধ হয়?
বিদ্রোহী
আনন্দময়ীর আগমনে
প্রলয়োল্লাস
রক্তাম্বরধারিনী মা
কোন কবিতাটি অগ্নিবীণা কাব্যের নয়?
প্রলয়োল্লাস
ধূমকেতু
রণভেরী
যৌবনের গান