বাক্যের তিনটি গুণ কি কি?
আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
যোগ্যতা , উদ্দেশ্য ও বিধেয়
কোনোটিই নয়
Description (বিবরণ) :
প্রশ্ন: বাক্যের তিনটি গুণ কি কি?
ব্যাখ্যা: ভাষার বিচারে বাক্যের ৩ টি গুণ থাকা আবশ্যক - ১. আকাঙ্ক্ষা , ২. আসত্তি ও ৩. যোগ্যতা । বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তা - ই আকাঙক্ষা । বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। আর বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা ।
Related Question
বাক্যের তিনটি গুন কি কি ?
অকাঙ্খা, আসত্তি ও বিধেয়
আকঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
কোনোটিই নয়
বাক্যের তিনটি গুণ কি কি?
আকাঙক্ষা , আসত্তি, ও বিধেয়
আকাঙক্ষা, আসত্তি ও যোগ্যতা
যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
কোনটিই নয়