' একাত্তরের চিঠি'----কোন জাতীয় রচনা?
মুক্তিযুদ্ধের বিবরণ
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
ভিন্নধর্মী ডায়েরি
Description (বিবরণ) :
প্রশ্ন: ' একাত্তরের চিঠি'----কোন জাতীয় রচনা?
ব্যাখ্যা: বেসরকারি মেবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন ও জাতীয় দৈনিক 'প্রথম আলো' যৌথ উদ্যোগে একাত্তরের চিঠি নামের মুক্তিযোদ্ধাদের এ পত্র সংকলনটি প্রকাশ করেছে। এতে মুক্তিযুদ্ধ চলাকালে অসংখ্য মুক্তিযোদ্ধার স্বজনদের কাছে লিখিত ৮২ টি পত্র স্থান পেয়েছে। ২৭ মার্চ ২০০৯ বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
Related Question
মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা' একাত্তরের দিনগুলি ' এর রচয়িতা কে?
শাহরিয়ার কবির
জাহানারা ইমাম
শওকত ওসমান
সেলিনা হোসেন
মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা’ একাত্তরের দিনগুলি’ এর রচয়িতা কে?
শাহরিয়ার কবির
জাহানারা ইমাম
শওকত ওসমান
সেলিনা হোসেন
‘ একাত্তরের দিনগুলি’ কে লিখেছেন?
হাসান ইমাম
আখতার ইমাম
জাহানারা ইমাম
সাহানারা ইমাম