জসীমউদ্‌দীন রচিত শিশুতোষ কাব্য-

রাখালী

এক পয়সার বাঁশী

সোজন বাদিয়ার ঘাট

নকশী কাঁথার মাঠ


Description (বিবরণ) :

প্রশ্ন: জসীমউদ্‌দীন রচিত শিশুতোষ কাব্য-

ব্যাখ্যা:

জসীমউদ্‌দীন রচিত শিশুতোষ কাব্য - এক পয়সার বাঁশী।

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্‌দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি।

ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্‌দীনের।


Related Question

জসীমউদ্‌দীনের ' কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

তত্ত্ববোধিনী পত্রিকা

ধূমকেতু

কল্লোল

কালি ও কলম

কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্‌দীন রচিত?

চৈতালী

রাখালী

ফনিমনসা

আলো পৃথিবী

কোনটি জসীমউদ্‌দীনের নাটক?

রাখালী

মাটির কান্না

বেদের মেয়ে

বোবা কাহিনী

জসীমউদ্‌দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি?

নকশী কাঁথার মাঠ

সোজনবাদিয়ার ঘাট

সকিনা

রাখালী

জসীমউদ্‌দীনের নাটক--

বেদের মেয়ে

রাখালী

মাটির কান্না

বোবা কাহিনী

জসীমউদ্‌দীনের নাটক কোনটি?

রাখালী

বেদের মেয়ে

মাটির কান্না

বোবা কাহিনী