বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে?

শেষে

প্রথমে

কর্মের আগে

অব্যয় পদের পরে


Description (বিবরণ) :

প্রশ্ন: বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে?

ব্যাখ্যা:

যে ক্রিয়াপদ বাক্যকে পরিপূর্ণ করে এবং বাক্যের অর্থকে সুস্পষ্ট করে তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন:

আমি বাড়ি যাব

আমরা সন্ধ্যায় পড়তে বসব

বাক্যে সমাপিকা ক্রিয়াপদ শেষে বসে


Related Question

কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?

তিনিই সমাজের মাথা

মাথা খাটিয়ে কাজ করবে

লজ্জায় আমার মাথা কাটা গেল

মাথা নেই তার মাথা ব্যথা

'ডাক্তার সাহেবের হাতযশ ভালো' এ বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছেঃ

অধিকার অর্থে

বশ অর্থে

অভ্যাস অর্থে

নিপুণতা

কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?

ধন অপেক্ষা মান বড়

তোমাকে দিয়ে কিছু হবে না

ঢং ঢং ঘন্টা বাজে

লেখাপড়া কর, নতুবা ফেল করবে

কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

আমি ভাত খাচ্ছি

আমি ভাত খেয়ে স্কুলে যাব

আমি দুপুরে ভাত খাই

তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ

কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?

ওরা কি করে?

আপনি আসবেন

আমরা যাচ্ছি

তোরা খাসনে

যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?

একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন

একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন

দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন

দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন