হাজী শরীয়তউল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
শরীয়তপুর
মাদরীপুর
ফরিদপুর
যশোর
Description (বিবরণ) :
প্রশ্ন: হাজী শরীয়তউল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ব্যাখ্যা:
শরীয়তুল্লাহ, হাজী (১৭৮১ - ১৮৪০) বাংলার একজন ইসলামি সংস্কারক।
তাঁর নামানুসারে শরিয়তপুর জেলার নামকরণ করা হয়েছে।
বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন মাদারীপুর মহকুমাধীন (বর্তমানে জেলা) শ্যামাইল গ্রামের তালুকদার পরিবারে ১৭৮১ সালে তিনি জন্মগ্রহণ করেন।
Related Question
বাংলাদেশ থেকে আগত হাজীদের মীকাত -
ইয়ালামলাম
যাতে ইরাক
যুল হুযায়ফা
যুহফা
হাজী ও দানেশ কোনটির উন্নত জাতের নাম?
সরিষা
পেয়ারা
কুল
মিষ্টি কুমড়া