হাজী শরীয়তউল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?

শরীয়তপুর

মাদরীপুর

ফরিদপুর

যশোর


Description (বিবরণ) :

প্রশ্ন: হাজী শরীয়তউল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ব্যাখ্যা:

শরীয়তুল্লাহ, হাজী (১৭৮১ - ১৮৪০) বাংলার একজন ইসলামি সংস্কারক।

তাঁর নামানুসারে শরিয়তপুর জেলার নামকরণ করা হয়েছে।

বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন মাদারীপুর মহকুমাধীন (বর্তমানে জেলা) শ্যামাইল গ্রামের তালুকদার পরিবারে ১৭৮১ সালে তিনি জন্মগ্রহণ করেন।