বাংলাদেশ সংবিধানের প্রস্তাবিত চতুর্দশ সংশোধনীতে মহিলা আসন বরাদ্দ করা হবে কয়টি?

৩০টি

৪০টি

৪৫টি

৫০টি


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের প্রস্তাবিত চতুর্দশ সংশোধনীতে মহিলা আসন বরাদ্দ করা হবে কয়টি?

ব্যাখ্যা:

২০০৪ সালে সংবিধানের চতুর্থদশ সংশোধনী এনে আসন বাড়িয়ে ৪৫ করা হয়।

নবম সংসদেও ছিল ৪৫ আসন।

এ সংসদেই ২০১১ সালে পঞ্চদশ সংবিধান সংশোধনীতে আরও ৫ আসন বাড়িয়ে সংরক্ষিত আসন করা হয় ৫০টি।


Related Question

বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল----

১৭ এপ্রিল ১৯৭১

২৬ মার্চ ১৯৭১

১১ এপ্রিল ১৯৭১

১০ জানুয়ারি ১৯৭২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ----

১৭ এপ্রিল ১৯৯১

১৬ ডিসেম্বর ১৯৭২

৭ মার্চ ১৯৭১

২৬ মার্চ ১৯৭৩

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

চট্টগ্রামে

বগুড়ায়

সোনারগাঁওয়ে

রামপালে

বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-----

বিজয়পুরে

রানীগঞ্জে

টেকেরহাটে

বিয়ানী বাজারে

১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?

শামীম সিকদার

সৈয়দ আব্দুল্লাহ খালেদ

হামিদুজ্জামান খান

আবদুস সুলতান