কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকটের সমাধান হয়েছিল?
মাদ্রিদ চুক্তি
ডেটন চুক্তি
জেনেভা চুক্তি
প্যারিস চুক্তি
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকটের সমাধান হয়েছিল?
ব্যাখ্যা:
ডেটন চুক্তি, প্যারিস প্রটোকল, ডেটন প্যারিস চুক্তি নামে পরিচিত একটি শান্তিচুক্তি যা ১৯৯৫ সালের ১ নভেম্বর যুক্তরাষ্টের ওহিও অংগরাজ্যের ডেটনে অবস্থিত রাইট প্যাটারসন বিমানবাহিনীর দপ্তরে সাক্ষরিত হয় এবং ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের প্যারিসে সাক্ষরিত হয়।
এটা যুগোস্লাভ যুদ্ধের অন্যতম দীর্ঘ যুদ্ধ বসনিয়া যুদ্ধের সমাপ্তি ঘটায়।
Related Question
কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল?
জেনেভা চুক্তি
মাদ্রিদ চুক্তি
ডেটন চুক্তি
প্যারিস চুক্তি
কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
ন্যাটো (NATO)
সিটিবিটি(CTBT)
এনপিটি (NPT)
সল্ট(SALT)
কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
রোম চুক্তি
ম্যাসট্রিক্ট চুক্তি
ভিয়েনা কনভেনশন
ব্রাসেলস্ কনভেনশন
নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?
এবিএম চুক্তি (ABM)
সল্ট-১ চুক্তি (SALT-1)
সল্ট-২ চুক্তি (SALT-2)
স্টার্ট-২ চুক্তি (START-2)
মুক্তিযুদ্ধের পর ভারত পাকিস্তানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
দিলী
লখনউ
লাহোর চুক্তি
সিমলা
মিশর ও ইজরাইলের মধ্যে ১৯৭৮ সালে কোন চুক্তিটি সম্পাদিত হয়?
জেনেভা চুক্তি
প্যারিস চুক্তি
ক্যাম্প ডেভিড চুক্তি
তাসখন্দ চুক্তি