'গুরুচণ্ডালী দোষ' বলতে বোঝায় :

সংস্কৃত ও অপভ্রংশ

দেশী ও বিদেশী ভাষার মিশ্রণ

সাধু ও আঞ্চলিক ভাষার মিশ্রণ

বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণ

সাধু ও চলিত ভাষার মিশ্রণ


Description (বিবরণ) :

প্রশ্ন: 'গুরুচণ্ডালী দোষ' বলতে বোঝায় :

ব্যাখ্যা:

বাংলা ভাষার দুটি রূপ আছে তার মধ্যে একটি সাধু এবং অপরটি চলিত উভয়রীতির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য বিদ্যমান তাই একই রচনায় সাধু চলিত ভাষার সংমিশ্রণ অসংগত অশুদ্ধ ভাষারীতির অশিষ্ট প্রয়োগকে গুরুচণ্ডালী দোষ বলে সাধু চলিত ভাষার মিশ্রণের ফলে ভাষা প্রকৃতিগত বৈশিষ্ট্য হারিয়ে কলুষিত হয়ে পড়ে তাই সাধু চলিতরীতির মিশ্রণ দূষণীয় হিসেবে পরিগণিত হয় জন্য উভয়রীতির মিশ্রণ পরিহার করা অবশ্যই কর্তব্য