বুড়িগঙ্গা নদীর বাম তীরে অবস্থিত?
সদরঘাট
জিঞ্জিরা
চাঁদপুর
শরীয়তপুর
Description (বিবরণ) :
প্রশ্ন: বুড়িগঙ্গা নদীর বাম তীরে অবস্থিত?
ব্যাখ্যা:
সদরঘাট বুড়িগঙ্গা নদী থেকে ঢাকা শহরে প্রবেশ পথে একটি বিরাট ঘাট। এটি আহসান মঞ্জিলের সম্মুখভাগের একটু বাম দিকে অবস্থিত। সদরঘাট বাকল্যান্ড বাঁধের কেন্দ্রবিন্দু। মূলত অন্যান্য স্থান থেকে ঢাকামুখী নৌকা, লঞ্চ এবং এমনকি ছোট ও মাঝারি জাহাজ নোঙর করার জন্য এটি নির্মিত হয়েছিল। নদীগর্ভের প্রবেশমুখ অগভীর হয়ে যাওয়ায় এবং অভ্যন্তরীণ জলপথসমূহের পরিবহণ ক্ষমতা হ্রাস পাওয়ার কারণে এখন আর এখানে বড় আকারের জলযান ভিড়তে পারে না।
Related Question
বুড়িগঙ্গা নদীটি-
ধলেশ্বরীর উপ নদী
শীতলক্ষ্যার শাখা নদী
তুরাগ নদীর শাখা নদী
ধলেশ্বরীর শাখা নদী
বুড়িগঙ্গা কোন নদীর শাখানদী?
যমুনা
পদ্মা
তুরাগ
ধলেশ্বরী
কোনটিই নয়