ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?

বেরিং

জিব্রাল্টার

পক্

হরমুজ


Description (বিবরণ) :

প্রশ্ন: ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?

ব্যাখ্যা:

পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী এটি উত্তরপূর্বে অবস্থিত বঙ্গোপসাগর দক্ষিণে অবস্থিত মান্নার উপসাগরকে একসঙ্গে যুক্ত করেছে প্রণালীটি ৬৪ - ১৩৭ কিলোমিটার (৪০ - ৮৫ মাইল ) প্রশস্ত বেশ কয়েকটি নদী এই প্রণালীতে পতিত হয়েছে; এদের মধ্যে তামিলনাড়ুর ভাইগাই নদী উল্লেখযোগ্য ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর (১৭৫৫ - ১৭৬৩) রবার্ট পকের নামে এই প্রণালীর নামকরণ করা হয়েছে


Related Question

১৯৪৭ সালে উপমহাদেশ বিভত্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরুপিত সীমারেখা-

ম্যাকমোহন লাইন

ডুরান্ড লাইন

ম্যানারহেইম লাইন

র‌্যাডক্লিফ লাইন

বাংলাদেশের কোন জেলাটর সাথে ভারত ও মিয়ানমারের সীমা রয়েছে?

কক্সবাজার

বান্দরবন

খাগড়াছড়ি

রাঙামাটি

১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্তি সীমারেখা-

ম্যাকমোহন লাইন

ডুরান্ড লাইন

র‌্যাডক্লিফ লাইন

ম্যাকনামারা লাইন