গাড়ি চলে না, চলে না, নারে......... গানের গীতিকার কে?

সঞ্জীব চৌধুরী

বাপ্পা মজুমদার

শাহ্‌ আবদুল করিম

দাশরথি রায়


Description (বিবরণ) :

প্রশ্ন: গাড়ি চলে না, চলে না, নারে......... গানের গীতিকার কে?

ব্যাখ্যা: গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না...... গানের গীতিকার 'বাউল সম্রাট' হিসেবে খ্যাত শাহ আবদুল করিম। তার লেখা ও সুর করা উল্লেখযোগ্য গান হলো : আগে কী সুন্দর দিন কাটাইতাম; কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া' আমি কুলহারা কলঙ্কিনী , বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে; আসি বলে গেল বন্ধু আইল না; বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, আমার বন্ধুয়া বিহনে গো সিয়ে না পরানে গো একেলা ঘরে থাকতে পারি না ।সখী কুঞ্জ সাজও গো আজ আামর প্রাণ ও নাথ আসিতে পারে।


Related Question

বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?

গাড়ির মধ্যেই বসে থাকবেন

কোনো গাছের তলায় আশ্রয় নিবেন

বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন

বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন

গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?

নাইট্রিক

সালফিউরিক

হাইড্রোক্লোরিক

পারক্লোরিক