৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
৫%
৬%
১০%
১২%
Description (বিবরণ) :
প্রশ্ন: ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
ব্যাখ্যা:
মনেকরি, সুদের হার = ক
৫০০ টাকার ৪ বছরের সুদ = (৫০০ × ৪ × ক) টাকা (যেহেতু সুদ = আসল × সময় × হার)
= ২০০০ক টাকা
৬০০ টাকার ৫ বছরের সুদ = (৬০০ × ৫ × ক) টাকা
= ৩০০০ক টাকা
প্রশ্নমতে,
২০০০ক + ৩০০০ক = ৫০০
বা, ৫০০০ক = ৫০০
বা, ক = ৫০০/৫০০০
সুতরাং ক = ০.১
∴ সুদের হার = ০.১ × ১০০ = ১০%