৬৪ কিলোগ্রামের বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমান ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রনে পাথর টুকরার পরিমান ৪০% হবে?
৯.৬
১১.০
৪৮.০
৫৬.০
Description (বিবরণ) :
প্রশ্ন: ৬৪ কিলোগ্রামের বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমান ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রনে পাথর টুকরার পরিমান ৪০% হবে?
ব্যাখ্যা:
মিশ্রনে বালির পরিমান = ৬৪×২৫% = ১৬ কেজি
মিশ্রনে পাথরের পরিমান = (৬৪ - ১৬) = ৪৮ কেজি
নতুন মিশ্রনের ৪০% = ৪৮ কেজি
নতুন মিশ্রনের ১০০% = ৪৮× ১০০/৪০ = ১২০ কেজি
∴ নতুন মিশ্রনে বালির পরিমান = (১২০ - ৪৮) = ৭২কেজি
∴ বালি মেশাতে হবে = (৭২ - ১৬) = ৫৬ কেজি ( উত্তর)
Related Question
একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মুল্যে ৬৪ টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত?
৭২ টাকা
৭৬ টাকা
৮০ টাকা
৮৫ টাকা
৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময় একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা হয়। গাছটির উচ্চতা কত?
৯৬ ফুট
৭২ ফুট
১৯২ ফুট
৪৪ ফুট