'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত একমাতে বিদেশি মুক্তিযোদ্ধা ---

উইলিয়াম এ এস ওডারল্যান্ড

মার্ক টালি

আন্দ্রে মালরো

এডওয়ার্ড কেনেডি


Description (বিবরণ) :

প্রশ্ন: 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত একমাতে বিদেশি মুক্তিযোদ্ধা ---

ব্যাখ্যা:

উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ড (৬ ডিসেম্বর ১৯১৭ — ১৮ মে ২০০১) ছিলেন একজন ওলন্দাজ - অস্ট্রেলীয় সামরিক কমান্ডো অফিসার।

তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ সামরিক খেতাব বীর প্রতীক প্রদান করে। তিনিই একমাত্র বিদেশী যিনি এই রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হয়েছেন।

বাংলাদেশের প্রতি অপরিমেয় ভালবাসার জন্য বাঙ্গালী জাতির কাছে তিনি বিশেষভাবে সম্মানিত ও স্মরণীয় ব্যক্তিত্ব।

তার স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের একটি রাস্তার নামকরণ করা হয়েছে।


Related Question

বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা---

মার্কটালী

আন্দ্রে মারলো

ডব্লিও এ.এস. ওডারল্যান্ড

এডওয়ার্ড কেনেডি

মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে?

বেগম সুফিয়া কামাল

ডা. সিতারা পারভীন

জাহানারা ইমাম

ড. নীলিমা ইব্রাহিম