সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?

সমসামান পদ

ব্যাসবাক্য

উত্তর পদ

সমস্ত পদ


Description (বিবরণ) :

প্রশ্ন: সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?

ব্যাখ্যা:

বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে।

বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি।

যেমন: দোয়াত ও কলম = দোয়াতকলম, পীত অম্বর যার = পীতাম্বর (শ্রীকৃষ্ণ)।

সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ।

যেমন: এখানে দোয়াতকলম, পীতাম্বর হলো সমস্ত পদ।

সমস্ত পদ কতগুলো পদের মিলিত রুপ, এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ।


Related Question

সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?

সমস্ত পদ

ব্যাসবাক্য

উত্তর পদ

সমস্যমান পদ

সমাস নিষ্পন্ন পদকে কি বলে?

সমস্যমান পদ

সমস্ত পদ

ব্যাসবাক্য

উত্তর পদ

সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে ?

সমস্ত পদ

ব্যাসবাক্য

উওর পদ

সমস্যমান পদ

কোনটিই নয়

সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?

সমস্যমান পদ

ব্যাসবাক্য

উত্তর পদ

সমস্ত পদ