মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
কলাম্বিয়া
নিকারাগুয়া
কোস্টারিকা
এল সালভাদর
Description (বিবরণ) :
প্রশ্ন: মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
ব্যাখ্যা: মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় কোনো সেনাবাহিনী নেই। এছাড়া অন্যান্য যেসব দেশে সেনাবাহিনী নেই সেগুলো হলো : মালদ্বীপ ,এন্ডোরা,ডোমিনিকা, গ্রানাডা, হাইতি, কিরিবাতি , লিচটেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ ,মরিশাস, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইন্স, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টুভ্যালু, ভ্যাটিকান সিটি।
Related Question
মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
নিকারাগুয়া
কোস্টারিকা
এল সালভেদর
কলম্বিয়া