কাবাডি খেলায় দুই অর্ধের মধ্যে কত মিনিট বিরতি দেয়া হয়?
৫ মিনিট
৭ মিনিট
১০ মিনিট
১৫ মিনিট
Description (বিবরণ) :
প্রশ্ন: কাবাডি খেলায় দুই অর্ধের মধ্যে কত মিনিট বিরতি দেয়া হয়?
ব্যাখ্যা:
পুরুষ এবং জুনিয়র বালকদের জন্য কাবাডি খেলার সময় হবে প্রত্যেক অর্ধে ২০ মিনিট করে, মাঝে বিরতি ৫ মিনিট। মহিলা বা জুনিয়র বালিকা ও সাব - জুনিয়র বালক ও বালিকা তাদের কাবাডি খেলার সময় হবে প্রতি অর্ধে ১৫ মিনিট করে। মাঝে বিরতি ৫ মিনিট। বিরতির পর কোর্ট বদল হবে। প্রথম অর্ধে যে কয়জন খেলোয়াড় মাঠে ছিল দ্বিতীয়ার্ধে কয়েকজন খেলোয়াড় নিয়ে মাঠে নামতে হবে।
Related Question
কাবাডি খেলায় দু অর্ধেক মধ্যে কয় মিনিট বিরতি দেয়া হয়?
৫ মিনিট
১০ মিনিট
১৫ মিনিট
২০ মিনিট
কাবাডি খেলায় প্রত্যেক দলে কতজন খেলোয়াড় থাকে এবং কতজন একসাথে খেলায় অশংগ্রহণ করে?
১৪ ও ৮ জন
১২ জন ও ৭ জন
১০ জন ও ৭ জন
৮ জন ও ৫ জন