Choose the right word to fill the blank : Since his retirement, Mr. Chowdhury, who was a teacher,-----has written four novels.
usually
presently
already
formerly
Description (বিবরণ) :
প্রশ্ন: Choose the right word to fill the blank : Since his retirement, Mr. Chowdhury, who was a teacher,-----has written four novels.
ব্যাখ্যা: ক. usually - সচরাচর, সাধারণত। খ. presently অচিরে, এক্ষুণি। গ. already - এই সময়ের বা ঐ সময়ের মধ্যে । ঘ. formerly - আগেরকার দিনে, পূর্বকালে । বাক্যের অর্থানুযায়ী (মি. চৌধুরী অবসরে যাওয়ার পূর্বে একজন শিক্ষক ছিলেন, যিনি চারটি উপন্যাস লিখেছেন। ) 'ঘ' একমাত্র সঙ্গতিপূর্ণ । সুতরাং সঠিক উত্তর 'ঘ'।
Related Question
Choose the right word to fill the blank : It will be your task to make sure the ----- of traffic is maintained without interruption.
circulation
flow
current
procession