চর্যাপদ কোন ছন্দে লেখা ?

অক্ষরবৃত্ত

মাত্রাবৃত্ত

স্বরবৃত্ত

অমিত্রাক্ষর ছন্দ


Description (বিবরণ) :

প্রশ্ন: চর্যাপদ কোন ছন্দে লেখা ?

ব্যাখ্যা: চর্যাপদের ভাষা মূলত প্রাচীন বাংলা। এর পদগুলাে প্রাচীন কোন ছন্দে রচিত তা আজ বলা সম্ভব নয়। কার ও মতে, চর্যাপদ চার মাত্রার চালভিত্তিক ষোল মাত্রার পাদাকুলক ছন্দ, কারও মতে, পজঝটিকা ছন্দ, কারও মতে, অপভ্রংশ - অবহটঠ রচনায় ব্যবহৃত ছন্দের অনুকরণ। তবে আধুনিক ছন্দের বিচারে চর্যাপদের পদগুলো মাত্রাবৃত্ত ছন্দে লেখা। মাত্রাবৃত্ত রীতিতে গঠিত হলেও মাত্রাবৃত্তের বর্তমান সুনির্দিষ্ট গণনা পদ্ধতি এতে মানা হয়নি।


Related Question

চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য ?

সনাতন হিন্দু

জৈন ধর্ম

সহজিয়া বোদ্ধ

হরিজন

চর্যাপদ কোন ছন্দে লেখা?

অক্ষরবৃত্ত

মাত্রবৃত্ত

স্বরবৃত্ত

অমিত্রাক্ষর ছন্দ

চর্যাপদ কোন ছন্দে লেখা ?

অক্ষরবৃত্ত

মাত্রাবৃত্ত

স্বরবৃত্ত

অমিত্রাক্ষর ছন্দ

চর্যাপদ কোন ছন্দে লেখা?

অক্ষরবৃত্ত

মাত্রাবৃত্ত

স্বরবৃত্ত

অমিত্রাক্ষর