'লিপিমালা' রচনা করেছেন-
কাশীরাম দাস
দ্বিজরাম দেব
রাম রাম বসু
মুক্তরাম সেন
Description (বিবরণ) :
প্রশ্ন: 'লিপিমালা' রচনা করেছেন-
ব্যাখ্যা:
১৮০১ সালের ৪ মে রামরাম বসু ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগে দ্বিতীয় পণ্ডিতির পদে মাসিক ৪০ টাকা বেতনে নিযুক্ত হন। তিনি "লিপিমালা" নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন যা ১৮০২ সনে শ্রীরামপুর থেকে প্রকাশিত হয়।