' চর্যাপদ' কত সালে আবিষ্কৃত হয়?
১৮০০
১৮৫৭
১৯০৭
১৯০৯
Description (বিবরণ) :
প্রশ্ন: ' চর্যাপদ' কত সালে আবিষ্কৃত হয়?
ব্যাখ্যা: বাংলা ভাষার প্রাচীন যুগের একমাত্র নিদর্শন 'চর্যাপদ' মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয় । বৌদ্ধ সহজিয়াগণের রচিত চর্যাপদ ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আধুনিক লিপিতে প্রকাশিত হয় ।চর্যার পুঁথিতে ৫১ টি গান ছিল, যার সাড়ে ৪৬ টি পাওয়া গেছে।
Related Question
বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কত সালে, কোথায় আবিষ্কৃত হয়েছিল?
বাংলা ভাষার আদি নির্দশন ‘চর্যাপদ’ হ্রপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে আবিষ্কৃত হয়।
-
-