বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?
সমাস দ্বারা
লিঙ্গ পরিবর্তন দ্বারা
উপসর্গ যোগে
ক, খ, ও গ তিন উপায়েই হয়
Description (বিবরণ) :
প্রশ্ন: বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?
ব্যাখ্যা: উপসর্গ শব্দ ও ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ ও অর্থের সৃষ্টি করে । যেমন : বি + হার = বিহার, উপ + হার = উপহার ইত্যাদি । সমাসের সাহায্যে দুই বা ততোধিক পদ একপদে পরিণত হয়ে নতুন শব্দ গঠিত হয় । যেমন : বনে চরে যে = বনচর , বিষাদ রুপ সিন্ধু = বিষাদসিন্ধু ইত্যাদি। অপরদিকে লিঙ্গ দ্বারা পুরুষবাচকতা কিংবা স্ত্রীবাচকতা বোঝায় , কখনো শব্দ সাধন হয় না।
Related Question
বাংলা ভাষায় শব্দের শ্রেণিবিভাগ কয় প্রকার?
৫ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
২ প্রকার
বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কতটি?
১৮
১৯
২০
২১
পর্তুগীজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে -----
টেবিল
চেয়ার
বালতি
শরবত
'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে ------
আরবি ভাষা থেকে
ফরাসি ভাষা থেকে
হিন্দি ভাষা থেকে
উর্দু ভাষা থেকে
জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
স্বস্তি পরিষদের
সাধারণ পরিষদের অধিবেশনে
ইকোসোকে (ECOSOC)
ইউনেসকোতে (UNESCO)
বাংলা ভাষায় কয়টি খাটি উপসর্গ আছে?
উনিশ
কুড়ি
একুশ
বাইশ