কোন ব্যবসায় ক,খ ও গ এর মূলধন যথাক্রমে ৩২০,৪০০ এবং ৪৮০ টাকা। ব্যবসায় ৩০০ টাকা লাভ হলে 'গ' অপেক্ষা 'ক' কত টাকা কম পাবে?
৫০ টাকা
৪৫ টাকা
৪০ টাকা
৩৫ টাকা
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন ব্যবসায় ক,খ ও গ এর মূলধন যথাক্রমে ৩২০,৪০০ এবং ৪৮০ টাকা। ব্যবসায় ৩০০ টাকা লাভ হলে 'গ' অপেক্ষা 'ক' কত টাকা কম পাবে?
ব্যাখ্যা:
ক, খ ও গ এর মূলধনের অনুপাত যথাক্রমে
320 : 400 : 480 = 4 : 5 : 6
অনুপাতের রাশির গুলোর যোগফল = 4 + 5 + 6 = 15
ক পায় 300 এর 4/15 = 80 টাকা
গ পায় 300 এর 6/15 = 120 টাকা
গ অপেক্ষা ক কম পাবে = ( 120 - 80) টাকা = 40 টাকা
Related Question
শুদ্ধ বানান কোনটি?
মূমুর্ষু
মুমূর্ষু
মূমুর্ষ
মুমূর্ষ
গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
শবপোড়া
মড়াদাহ
শবদাহ
শবমড়া
'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
কারো পৌষ মাস, কারো সর্বনাশ
চাল না চুলো, ঢেঁকী না কুলো
সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
বোঝার উপর, শাকের আঁটি
শুদ্ধ বাক্য কোনটি?
দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
দুর্বলবশত অনাথা বসে পড়ল
কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?
পাকা পাকা আম
ছি ছি কি করছ
নরম নরম হাত
উড়ু উড়ু মন
কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ?
যত গর্জে তত বৃষ্টি হয় না
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়