কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?

ঘোড়া

বলগা হরিণ

উট

খেচর


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?

ব্যাখ্যা: উট মরুজীবনের জন্য চমৎকারভাবে অভিযোজিত। এদের প্রশস্ত পদ বালির উপর চলাচলের জন্য যেমন উপযুক্ত, তেমনি নাসারন্ধ্র সম্পূর্ণভাবে বন্ধ করার ক্ষমতা এবং সংবদ্ধ করার উপযোগী। দুই সারি চোখের পাপড়ি মরুভূমিতে বসবাসের জন্য খুবই সহায়ক। আর এসব উপযোগিতার কারণে উউট মরুভূমিতে সহজেই মালামাল বহন করতে পারে। এজন্য একে মরুভূমির জাহাজ বলা হয়।