নিম্নের কোন বাক্যটি সত্য নয়?

পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে

প্রোটন ধনাত্মক আধানযুক্ত

ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত

ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসে ভিতরে অবস্থান করে


Description (বিবরণ) :

প্রশ্ন: নিম্নের কোন বাক্যটি সত্য নয়?

ব্যাখ্যা: পদার্থের অভ্যন্তরস্থ পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধানহীন নিউটন থাকে। আর নিউক্লিয়াসের চারদিকে ঋণাত্মক আধান যুক্ত ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। উল্লেখ্য , এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হলো হাইড্রোজেন , যার নিউক্লিয়াসে শুধু প্রোটন থাকে।


Related Question

নিম্নের কোন স্থানটি 'অফ-শোর' (Off-Shore) ব্যাংকিং স্থান নামে পরিচিত?

জার্মানি

কেম্যান আইল্যান্ড

ইন্ডিয়া

ইসরাইল

নিম্নের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনের হাতিয়ার নয়?

ব্যাংক হার বৃদ্ধি

নগদ জমার অনুপাত বৃদ্ধি

খোলাবাজারে ঋণপত্র বিক্রয়

মুদ্রা সরবরাহ বৃদ্ধি

নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়

মাউস

মনিটর

সিপিইউ

পাওয়ার পয়েন্ট