কোন রচনার জন্য কবি নজরুলের জেল হয়?

অগ্নিবীণা

বিদ্রোহী

প্রলয় শিখা

আনন্দময়ীর আগমনে


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন রচনার জন্য কবি নজরুলের জেল হয়?

ব্যাখ্যা:

আনন্দময়ীর আগমনে - কবিতাটি রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়।

রক্তাম্বরধারিণী মা - এই কবিতার জন্য কবির অগ্নিবীণা কাব্য নিয়ে নিষিদ্ধ হয়।

বিদ্রোহী কবিতাটি ১৯২২ সালে সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়।