অভি - উপসর্গ নিচের যে অর্থে ব্যবহৃত হতে পারে -
সম্যক
আগমন
আধিপত্য
ব্যাপ্তি
Description (বিবরণ) :
প্রশ্ন: অভি - উপসর্গ নিচের যে অর্থে ব্যবহৃত হতে পারে -
ব্যাখ্যা: বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা : খাঁটি বাংলা (২১টি), তৎসম বা সংস্কৃত (২০টি) ও বিদেশি উপসর্গ। অভি’ তৎসম উপসর্গটি প্রদত্ত অপশনে সম্যক অর্থে ব্যবহৃত হতে পারে। যেমন : অভিগমন, অভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভূত। এছাড়াও অভি' উপসর্গটি গমন (অভিযান, অভিসার), সম্মুখ বা দিক (অভিমুখ,অভিবাদন) অর্থে ব্যবহৃত হয়।