'কথাসাহিত্য' বলতে কোনটি বোঝায়?
কথা নিয়ে সাহিত্য
সাহিত্যের কথা
নাটক ও আবৃত্তি
ছোটগল্প ও উপন্যাস
Description (বিবরণ) :
প্রশ্ন: 'কথাসাহিত্য' বলতে কোনটি বোঝায়?
ব্যাখ্যা:
কথাসাহিত্য বলতে সেসব গল্প - কাহিনীকে বোঝানো হয় যেগুলোর আছে সাহিত্যিক মূল্য, যেমন সামাজিক ভাষ্য, রাজনৈতিক সমালোচনা বা মানুষের অবস্থা ইত্যাদি। কথাসাহিত্য লেখায় সংলাপ ব্যবহার করা হয় এবং উপরোক্ত লক্ষ্যানুসারে তা প্লটের চেয়ে থিমের ওপর বেশি জোর দেয়। স্কুল বা বিশ্ববিদ্যালয়ে কথাসাহিত্যের পাঠদান করা সাধারণ ব্যাপার।
কথাসাহিত্যের বিপরীত ভাবা হয় জনপ্রিয়, বাণিজ্যিক বা বর্গনির্দিষ্ট কাহিনীকে। কেউ কেউ এদের পার্থক্য করেছেন এভাবে - একটি বাস্তবতাকে বিশ্লেষণ করে (কথাসাহিত্য), অন্যটি বাস্তবতা থেকে পলায়ন করে (জনপ্রিয়)। কাহিনীর এই দুটি উপাংশের পার্থক্য নিয়ে সমালোচক ও পণ্ডিতগণ অনেক বিতর্ক করেছেন।
Related Question
'কথাসাহিত্য' বলতে কোনটি বোঝায়?
কথা নিয়ে সাহিত্য
সাহিত্যের কথা
নাটক ও আবৃত্তি
ছোটগল্প ও উপন্যাস
জীবনমুখী সমাজসচেতন কথাসাহিত্যিক জহির রায়হান --এর আসল নাম কি?
জহির রায়হান
জহির ইসলাম
জহির আহমেদ
জহির মোহাম্মদ
কোনোটিই নয়
কথাসাহিত্য বলতে বুঝায়-
ছোট গল্প ও উপন্যাস
কথা নিয়ে সাহিত্য
নাটক ও আবৃত্তি
সাহিত্যের কথা