কোন বনভূমি থেকে প্রতি বছর বিপুল পরিমাণে মধু, মোম ও অন্যান্য সামগ্রী সংরক্ষণ করা হয়?

গজারী বন

ম্যানগ্রোভ বন

পাহাড়ী বন

শালবন


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন বনভূমি থেকে প্রতি বছর বিপুল পরিমাণে মধু, মোম ও অন্যান্য সামগ্রী সংরক্ষণ করা হয়?

ব্যাখ্যা:

ম্যানগ্রোভ (Mangrove) বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তির্ণ জলাভূমিকে বোঝায়। ম্যানগ্রোভ বন (Mangrove forest), জোয়ারভাটায় বিধৌত লবনাক্ত সমতলভূমি। উষ্ণমন্ডলীয় ও উপ - উষ্ণমন্ডলীয় অক্ষাংশের আন্তপ্লাবিত আবাসস্থলের সমন্বয়ে ম্যানগ্রোভ ইকোসিস্টেম গঠিত। এ আন্তপ্লাবিত জলাভূমি বিভিন্ন স্তরের পারষ্পরিক নির্ভরশীল উপাদানসমূহ যেমন - পানি প্রবাহ, পলি, পুষ্টি উপাদান, জৈব পদার্থ এবং জীবজন্তুর সমন্বয়ে গঠিত।


Related Question

বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

সিলেটের বনভূমি

পার্বত্য চট্টগ্রামের বনভূমি

ভাওয়াল ও মধুপুরের বনভূমি

খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি

বাংলাদেশের কোন বনভূমি থেকে প্রচুর পরিমান মধু আহরণ করা হয়?

সুন্দরবন

পার্বত্য চট্টগ্রাম বন

মধুপুরের শালবন

লাউয়াছড়া বন

কোনটিই নয়

বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?

সিলেটের বনভূমি

পার্বত্য চট্রগ্রামের বনভূমি

ভাওয়াল ও মধুপুরের বনভূমি

খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি