গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্ট আগে?
৪ ঘন্টা
৬ ঘন্ট
৭ ঘন্টা
৫ ঘন্টা
Description (বিবরণ) :
প্রশ্ন: গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্ট আগে?
ব্যাখ্যা:
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ ৬ ঘন্ট আগে।
জিএমটি বা গ্রীনিচ মান সময় (ইংরেজি: Greenwich Mean Time) এক ধরনের আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি। এ সময় অঞ্চলটি যুক্তরাজ্য, পর্তুগালসহ পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করা হয়। ইউটিসি’র সাথে এটি সামঞ্জস্যপূর্ণ হলেও উভয়ের মধ্যে খুবই স্বল্পপরিসরে পার্থক্য বিরাজমান।
এ নামের অর্থ হচ্ছে ইংল্যান্ডের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত মান - মন্দির থেকে , সৌর সময়ে 0° দ্রাঘিমায় অবস্থিত। এর মাধ্যমে মধ্যরেখা থেকে সৌর সময়ের দ্বারা অন্যান্য অঞ্চলের সময়ের হিসাব - নিকাশ করা হয়। মধ্যরেখা বা দ্রাঘিমা রেখার এ দ্রাঘিমাকে মূল মধ্যরেখা বা গ্রীনিচ মধ্যরেখা নামে অভিহিত। [
"জিএমটি" সাধারণত ইংল্যান্ড এ অধিক ব্যবহৃত হয়ে থাকে যেমন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, রয়েল ন্যাভি, মেট অফিস। তাছাড়া এটি কমন ওয়েলথ দেশেও ব্যবহৃত হয়ে থাকে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং মালয়েশিয়ায় এর নীতি ব্যবহার করা হয়ে থাকে।
Related Question
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
৬ ঘণ্টা
সাড়ে ৫ ঘণ্টা
সাড়ে ৬ ঘণ্টা
৫ ঘণ্টা
গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘণ্টা?
ছয় ঘণ্টা
আট ঘণ্টা
দশ ঘণ্টা
পাঁচ ঘণ্টা
গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান কত?
৪ ঘন্টা
৫ ঘন্টা
৬ ঘন্টা
৭ ঘন্টা
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে?
৬.৫ ঘন্টা
৬ ঘন্টা
৫.৫ ঘন্টা
৫ ঘন্টা
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্ট আগে?
৬
৫.৩০
৫
৬.৩০
গ্রিনিচ মান সময়ের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য-
৬ ঘন্টা
৮ ঘন্টা
১০ ঘন্টা
৫ ঘন্টা