জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ান্ড হেইম কোন দেশের নাগরিক ছিলেন?
নরওয়ে
সুইডেন
পেরু
অস্ট্রিয়া
Description (বিবরণ) :
প্রশ্ন: জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ান্ড হেইম কোন দেশের নাগরিক ছিলেন?
ব্যাখ্যা:
জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ান্ড হেইম অস্ট্রিয়ার নাগরিক ছিলেন।
কার্ট ওয়াল্ডহেইম (জন্ম ডিসেম্বর ২১, ১৯১৮) একজন অস্ট্রিয়ান কূটনীতিবীদ এবং রক্ষনশীল রাজনীতিবীদ। তিনি ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব, এবং ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ছিলেন।
তিনি বর্তমানে সবচেয়ে প্রবীন সাবেক জাতিসংঘ মহাসিব ও সবচেয়ে প্রবীন সাবেক অস্ট্রিয়ান প্রেসিডেন্ট।
Related Question
বাংলাদেশ কতো সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
১৯৭৫
১৯৭১
১৯৭৩
১৯৭৪
জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন-----
উ থান্ট
ট্রিগভেলি
দ্যাগ হ্যামারশোল্ড
কুট ওয়াল্ডহেইম
বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা-----
১৫৬
১৫৭
১৫৮
১৯৩
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?
১২৫ তম
১২৯ তম
১৩৬ তম
১৪৬ তম
জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
ড্যাগ হ্যামারশোল্ড
উ থান্ট
ট্রিগভেলি
বুত্রস বুত্রস ঘলি