গিরি কোন শ্রেণীর শব্দ?
দেশি
বিদেশি
তদ্ভব
অর্ধ-তৎসম
Description (বিবরণ) :
প্রশ্ন: গিরি কোন শ্রেণীর শব্দ?
ব্যাখ্যা:
বাংলা ভাষার কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে। যেমন, গিন্নী, জ্যোছনা, ছেরাদ্দ, বোষ্টম, কুচ্ছিত - এ শব্দ গুলো যথাক্রমে সংস্কৃত গৃহিণী, জ্যোৎস্না, শ্রাদ্ধ, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত।