'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
বঙ্গদূত
জ্ঞানান্বেষণ
জ্ঞানাঙ্কুর
সংবাদ প্রভাকর
Description (বিবরণ) :
প্রশ্ন: 'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
ব্যাখ্যা: ইয়ং বেঙ্গল বলতে ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবকদের বোঝাত। মিশনারিদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইয়ং বেঙ্গল গোষ্ঠী মুক্ত চিন্তা দ্বারা উজ্জীবিত হয়েছিল। 'ইয়ংবেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররুপে 'জ্ঞানন্বেষণ' পত্রিকাটি প্রকাশিত হয় ১৮৩১ সাল থেকে ১৮৪৪ সাল পর্যন্ত । 'বঙ্গদূত' নীলমণি হালদারের সম্পাদনায় ১৮২৯ সালে প্রকাশিত হয় ১৮৩১ সাল থেকে ১৮৪৪ সাল পর্যন্ত। 'বঙ্গদূত' নীলমণি হালদারের সম্পাদনায় ১৮২৯ সালে প্রকাশিত হয়। 'সংবাদ প্রভাকর ' ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় ১৮৩১ সালে প্রকাশিত হয়। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। 'জ্ঞানাঙ্কুর' ১৮০২ সালে শ্রীকৃষ্ণ দাসের সম্পাদনায় প্রকশিত হয়।
Related Question
ইয়ং বেঙ্গল কি?
বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম
একটি সাময়িক পত্রের নাম
'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?
উইলিয়াম কেরি
তিরোজি
প্যাঁরিচাদ মিত্র
মাইকেল মধুসূধন দত্ত
”ইয়ং বেঙ্গল” গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয় ?
বঙ্গদূত
জ্ঞানান্বেষণ
জ্ঞানাংকুর
সুংবাদপ্রভাকর
ইয়ং বেঙ্গল কী?
বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
একটি সামাজিক গোষ্ঠীর নাম
একটি সাংস্কৃতিক গোষ্ঠীর নাম
ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক