' একখানি ছোট ক্ষেত আমি একেলা' ---রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
সোনার তরী
চিত্রা
মানসী
বলাকা
Description (বিবরণ) :
প্রশ্ন: ' একখানি ছোট ক্ষেত আমি একেলা' ---রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
ব্যাখ্যা:
'একখানি ছোট ক্ষেত আমি একেলা ' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'সোনার তরী' কবিতার চরণ। 'সোনার তরী' কাব্যগ্রন্থের নামকবিতা হচ্ছে 'সোনার তরী' । অন্যদিকে মানসী, চিত্রা ও বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ।
Related Question
' একখানি ছোট খেত, আমি একেলা'- রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ?
চিত্রা
বলাকা
সোনার তরী
সাধারন মেয়ে