পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে?
সমাস
সন্ধি
ধ্বনি বিপর্যয়
অপিনিহিতি
Description (বিবরণ) :
প্রশ্ন: পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে?
ব্যাখ্যা:
পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলে।
দুটি শব্দ মিলিয়ে একটি শব্দে পরিণত হওয়াকে বা পরস্পর সন্নিহিত দু' বর্ণের মিলনকে সন্ধি বলে।
সন্ধি মোটাদাগে দু'প্রকার। ১)বাংলা শব্দের সন্ধি। এটা দুই প্রকার;যথাঃ ১.স্বরসন্ধি ২.ব্যঞ্জনসন্ধি। ২) সংস্কৃত শব্দের সন্ধি। এটা তিন প্রকার; যথাঃ ১.স্বরসন্ধি, ২.ব্যঞ্জন সন্ধি এবং ৩.বিসর্গ সন্ধি। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ব অংশে আলোচিত হয়।
Related Question
পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে?
সমাস
ধ্বনি বিপর্যয়
অপিনিহিতি
সন্ধি
পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে ?
সন্ধি
সমাস
উপসর্গ
অনুসর্গ
পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?
উপসর্গ
অনুসর্গ
সমাস
সন্ধি
পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে ?
সমাস
ধ্বনি বিপর্যয়
অপিনিহিতি
সন্ধি
কোনটিই নয়
পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে?
সমাস
সন্ধি
ধ্বনি বিপর্যয়
অপিনিহিত
পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু ২০ ফুট । BC = 6, CF= 5 ফুট, DE = ?
১৫ ফুট
১২ ফুট
২০ ফুট
১৮ ফুট