'খনার বচন' কী সংক্রান্ত?

কৃষি

রাজনীতি

ব্যবসা

শিল্প


Description (বিবরণ) :

প্রশ্ন: 'খনার বচন' কী সংক্রান্ত?

ব্যাখ্যা:

খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া।

আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত।

অনেকের মতে, খনা নাম্নী জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারীর রচনা এই ছড়াগুলো।

তবে এ নিয়ে মতভেদ আছে। অজস্র খনার বচন যুগ - যুগান্তর ধরে গ্রাম বাংলার জন - জীবনের সাথে মিশে আছে।