'টালত মোর ঘর নাহি পড়বেশী' হাড়ীতে ভাত নাহি নিতি আবেশী' । চর্যাপদের এ চরণ দুটিতে কি বোঝানো হয়েছে?

প্রতিবেশীর প্রতি ভালোবাসা

আত্মীয়ের প্রতি ভালোবাসা

দারিদ্র্যক্লিষ্ট জীবনের চিত্র

একাকীত্বের কথা


Description (বিবরণ) :

প্রশ্ন: 'টালত মোর ঘর নাহি পড়বেশী' হাড়ীতে ভাত নাহি নিতি আবেশী' । চর্যাপদের এ চরণ দুটিতে কি বোঝানো হয়েছে?

ব্যাখ্যা:

চর্যাপদঃ টালত মোর ঘর নাহি পড়বেসী।হাড়ীত ভাত নাহি নিতি আবেশী।

আধুনিক বাংলাঃ টিলার উপর আমার ঘর,আমার কোন প্রতিবেশী নেই।আমার হাঁড়িতে ভাত নেই,অথচ নিত্য অতিথি আসে।

চর্যাপদের এই চরণ দুটিতে বোঝানো হয়েছে দারিদ্র্যক্লিষ্ট জীবনের চিত্র।