'খ্রিষ্টাব্দ' হচ্ছে_

তৎসম শব্দ

মিশ্র শব্দ

অর্ধ - তৎসম শব্দ

বিদেশী শব্দ


Description (বিবরণ) :

প্রশ্ন: 'খ্রিষ্টাব্দ' হচ্ছে_

ব্যাখ্যা:

'খ্রিষ্টাব্দ' হচ্ছে_মিশ্র শব্দ।

দুইটি ভিন্ন ধরনের শব্দ সমাসবদ্ধ হয়ে বা অন্য কোনো উপায়ে একত্রিত হলে ওই নতুন শব্দটিকে বলা হয় মিশ্র শব্দ। এক্ষেত্রে যে দুইটি শব্দ মিলিত হলো, তাদের শ্রেণিবিভাগ চিনতে পারাটা খুব জরুরি। যেমনঃ

রাজা - বাদশা (তৎসম + ফারসি),

হাটবাজার (বাংলা + ফারসি),

হেড - মৌলভি (ইংরেজি + ফারসি),

হেড - পন্ডিত (ইংরেজি + তৎসম),

খ্রিষ্টাব্দ (ইংরেজি + তৎসম),

ডাক্তারখানা (ইংরেজি + ফারসি)।


Related Question