'খ্রিষ্টাব্দ' হচ্ছে_
তৎসম শব্দ
মিশ্র শব্দ
অর্ধ - তৎসম শব্দ
বিদেশী শব্দ
Description (বিবরণ) :
প্রশ্ন: 'খ্রিষ্টাব্দ' হচ্ছে_
ব্যাখ্যা:
'খ্রিষ্টাব্দ' হচ্ছে_মিশ্র শব্দ।
দুইটি ভিন্ন ধরনের শব্দ সমাসবদ্ধ হয়ে বা অন্য কোনো উপায়ে একত্রিত হলে ওই নতুন শব্দটিকে বলা হয় মিশ্র শব্দ। এক্ষেত্রে যে দুইটি শব্দ মিলিত হলো, তাদের শ্রেণিবিভাগ চিনতে পারাটা খুব জরুরি। যেমনঃ
রাজা - বাদশা (তৎসম + ফারসি),
হাটবাজার (বাংলা + ফারসি),
হেড - মৌলভি (ইংরেজি + ফারসি),
হেড - পন্ডিত (ইংরেজি + তৎসম),
খ্রিষ্টাব্দ (ইংরেজি + তৎসম),
ডাক্তারখানা (ইংরেজি + ফারসি)।
Related Question
ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
১৭৯৫
১৭৯৯
১৮০০
১৮০১
বিজ্ঞানী ডর্ন ১৯০০ খ্রিষ্টাব্দে রেডিয়ামের তেজস্ক্রিয় বিভাজন হতে আবিষ্কার করেন--
নিয়ন
রেডন
আরগন
জেনন
বিভূতিভূষণ বন্দোপাধ্যায় কত কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার শ্রেষ্ঠ কীর্তি কোনটি?
১২ সেপ্টেম্বর ১৮৯৪ , তার শ্রেষ্ঠ কীর্তি 'পথের পাঁচালী '
-
-
বাংলায় সেন বংশের (১০৭০ - ১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন?
হেমন্ত সেন
বলাল সেন
লক্ষণ সেন
কেশব সেন