বনে বনে ফুল ফুটেছে । এ 'ফুল'__
একবচন
বহুবচন
একবচন ও বহুবচন দুটোই
কোনোটিই না
Description (বিবরণ) :
প্রশ্ন: বনে বনে ফুল ফুটেছে । এ 'ফুল'__
ব্যাখ্যা:
বনে বনে ফুল ফুটেছে । এ 'ফুল' হচ্ছে - বহুবচন।
বহুবচন: যখন কোন শব্দ দ্বারা একাধিক ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীকে বোঝান হয়, তখন তাকে বহুবচন বলে। যেমন - ছেলেগুলো, গরচগুলো, কলমগুলি, ইত্যাদি।
বাংলায় বহুবচন বোঝানোর জন্য কতগুলো শব্দ বা শব্দাংশ (বিভক্তি) ব্যবহৃত হয়। এগুলোর অধিকাংশই এসেছে সংস্কৃত ভাষা থেকে। অর্থাৎ, বলা যায়, এগুলোর বেশিরভাগই তৎসম শব্দ বা শব্দাংশ। যেমন - রা, এরা, গুলা, গুলি, গুলো, দিগ, দের (শব্দাংশ বা বিভক্তি); সব, সকল, সমুদয়, কুল, বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি (শব্দ)।