তুমি বেড়ালে। এ বাক্যের ভাববাচ্যে রুপান্তর ___

তোমার বেড়ানো হলো

তোমার বেড়ানো শেষ

তোমা কর্তৃক বেড়ানো হলো

তুমি বেড়িয়ে এলে


Description (বিবরণ) :

প্রশ্ন: তুমি বেড়ালে। এ বাক্যের ভাববাচ্যে রুপান্তর ___

ব্যাখ্যা:

তুমি বেড়ালে। এ বাক্যের ভাববাচ্যে রুপান্তর ___তোমার বেড়ানো হলো।

ভাববাচ্য : বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোন কিছু সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়।

এ ধরনের বাক্যে কর্তায় - ষষ্ঠী, দ্বিতীয়া বা তৃতীয়া বিভক্তি হয়।

যেমন -

আমার খাওয়া হল না। (নামপুরুষের ক্রিয়াপদ),

তোমার যাওয়া হবে না। (নামপুরুষের ক্রিয়াপদ),

এ পথে চলা যায় না। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত)


Related Question

'পথিক তুমি কি পথ হারাইয়াছ?' কথাটি কার?

রবীন্দ্রনাথ ঠাকুর

বষ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

মীর মশাররফ হোসেন

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

'স্বাধীনতা তুমি' কবিতাটি কে লিখেছেন?

সুফিয়া কামাল

নির্মলেন্দু গুণ

রফিক আজাদ

শামসুর রাহমান

তুমি না বলেছিলে আগামীকাল আসবে? ---এখানে 'না' --এর ব্যবহার কি অর্থে?

না-বাচক

হ্যাঁ-বাচক

প্রশ্নবোধক

বিস্ময়সূচক

' তুমি এতক্ষণ কী করেছ?' ---এই বাক্যে 'কী' কোন পদ?

বিশেষণ

অব্যয়

সর্বনাম

ক্রিয়া