নিচের কোনটি 3G Language নয়?
C
Java
Assembly Language
C++
Description (বিবরণ) :
প্রশ্ন: নিচের কোনটি 3G Language নয়?
ব্যাখ্যা: যান্ত্রিক ভাষা (Machine Language ) এবং অ্যাসেম্বলি ভাষাকে ( Assembly Language ) নিম্নস্তরের ভাষা হিসেবে অভিহিত করা হয়, যাদেরকে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের ভাষা বলা হয়। পক্ষান্তরে , বেসিক (BASIC) সি (C) , সি + + জাভা, প্যাসকাল, ফোরট্রান, কোবল ইত্যাদিকে উচ্চ স্তরের ভাষা হিসেবে অভিহিত করা হয়, যাকে তৃতীয় প্রজন্মের ভাষা ও বলা হয়।