বাংলাদেশে 'গ্রাম থিয়েটার' --এর প্রবর্তক কে?

মমতাজউদদীন আহমদ

আব্দুল্লাহ আল মামুন

সেলিম আল দীন

রামেন্দু মজুমদার


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলাদেশে 'গ্রাম থিয়েটার' --এর প্রবর্তক কে?

ব্যাখ্যা: নাট্যকার ড. সেলিম আল দীন (১৯৪৯ - ২০০৮) নাট্যনির্দেশক নাসিরউদ্দিন ইউসুফের সাথে ১৯৮১ - ৮২ সালে 'গ্রাম থিয়েটার ' গঠন করেন এবং তিনি ছিলেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য। তার রচিত উল্লেখযোগ্য নাটক : ঘুম নেই , চাক, জন্ডিস ও বিবিধ বেলুন, মুনতাসীর ফ্যান্টাসি , কেরামতমঙ্গল, কীত্তনখোলা হাতহদাই, হরগজ বনপাংশুল । অন্যদিকে নাট্যকার মমতাজউদ্দীন আহমদের উল্লেখযোগ্য নাটক : স্বাধীনতা , বর্ণচোরা । আবদুল্লাহ আল মামুনের উল্লেখযোগ্য নাটক : সুবচন নির্বাসনে, এখন দুঃসময় এখন ও ক্রীতদাস , কোকিলারা। নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের উল্লেকযোগ্য নাট্যগ্রন্থ : তত্ত্ব ও শিল্পরুপ, বাংলাদেশের নাট্যচর্চার তিন দশক।


Related Question

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ----

১৭ এপ্রিল ১৯৯১

১৬ ডিসেম্বর ১৯৭২

৭ মার্চ ১৯৭১

২৬ মার্চ ১৯৭৩

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

চট্টগ্রামে

বগুড়ায়

সোনারগাঁওয়ে

রামপালে

বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-----

বিজয়পুরে

রানীগঞ্জে

টেকেরহাটে

বিয়ানী বাজারে

১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?

শামীম সিকদার

সৈয়দ আব্দুল্লাহ খালেদ

হামিদুজ্জামান খান

আবদুস সুলতান

বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি?

মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদন্ড

সশ্রম কারাদন্ড

যাবজ্জীবন কারাদণ্ড

জরিমানা