শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?

ভাবরস

মধুর রস

প্রেমরস

লীলারস


Description (বিবরণ) :

প্রশ্ন: শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?

ব্যাখ্যা: কাব্যসাহিত্য শৃঙ্গার, হাস্য , করুণ ,বীর, অদ্ভুত , ভয়ানক, বীভৎস শান্ত, বাৎসল্য - রসের সন্ধান পাওয়া যায়। বিভিন্ন প্রকার ভাব থেকে রসের উৎপত্তি । বৈষ্ণব সাহিত্য ও সাধনার পাঁচ পন্থা - শান্ত, দাস্য , সখ্য, বাৎসল্য, মধুর রস। বৈষ্ণব পদাবলির মধুর রসের মধ্যে রাধাকৃষ্ণর রপকাশ্রয়ে ভক্ত ও ভাগবানের নিত্য বিরহমিলনের লীলাবৈিচত্র্যের পরিচয় পাওয়া যায়।