মৈমনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন?
দীনেশচন্দ্র সেন
মোহিতালাল মজুমদার
ড. মো শহীদুল্লাহ
ড. হরিনাথ দে
Description (বিবরণ) :
প্রশ্ন: মৈমনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন?
ব্যাখ্যা:
মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত দশটি পালাগান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম খণ্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে ১৯২৩ - ৩২ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার আইথর নামক স্থানের আধিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করছিলেন। এই গীতিকাটি বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
Related Question
“মৈমনসিংহ গীতিকা”র সম্পাদনা করেন কে?
গিরীশচন্দ্র ঘোষ
দীনেশচন্দ্র সেন
মাযহারুল ইসলাম
ড. আশরাফ সিদ্দিকী
'মৈমনসিংহ গীতিকা' কে সংগ্রহ করেছেন?
ড.দীনেশচন্দ্র সেন
ড.মুহাম্মদ শহীদুল্লাহ
দীনবন্ধু মিত্র
কালিদাস
মৈমনসিংহ গীতিকার 'মহুয়া' পালার রচয়িতা কে?
চন্দ্রবতী
দ্বিজ কানাই
মনসুর রয়তি
দ্বিজ ঈশান
মৈমনসিংহ গীতিকা সম্পাদনা করেছেন--
ড.দীনেশচন্দ্র সেন
ড. মোঃ শহীদুল্লাহ
শওকত ওসমান
ড. আনিসুজ্জামান
মৈমনসিংহ গীতিকার 'মহুয়া' পালার রচয়িতা-
দ্বিজ ঈশান
দ্বিজ কানাই
নয়ান চাঁদ ঘোষ
চন্দ্রবতী
”মৈমনসিংহ গীতিকা” কটি ভাষায় অনূদিত?
১০
১৩
২০
২৩