ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম-

সংবাদ রত্নাবলী

সংবাদপূর্ণ চন্দ্রোদয়

সাহিত্য

অঙ্কুর


Description (বিবরণ) :

প্রশ্ন: ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম-

ব্যাখ্যা:

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম - সংবাদ রত্নাবলী।

সংবাদ রত্নাবলী

ঊনবিংশ শতাব্দীতে প্রকাশিত সাপ্তাহিক সংবাদ পত্র।

১৮৩২ খ্রিষ্টাব্দের ২৪ জুলাই থেকে এই পত্রিকাটির প্রকাশনা শুরু হয়েছিল। পত্রিকটি মুদ্রিত হতো মেছুয়াবাজার বড়তলা লেনের রত্নাবলী প্রেস থেকে। পত্রিকাটিতে সম্পাদকের নাম থাকতো মহেশচন্দ্র পাল। প্রকৃতপক্ষে পত্রিকাটির সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।

ঈশ্বরচন্দ্র গুপ্ত 'সংবাদ রত্নাবলী'র জন্য সময় দিতে না পারায়, কিছুদিন পর পত্রিকটি বন্ধ হওয়ার উপক্রম হয়।


Related Question

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম---

সংবাদ রত্মাবলী

সংবাদপূর্ণ চন্দ্রোদয়

সাহিত্য

আঙুর

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা উদ্ভবকাল কবে?

৯৫০ খ্রিষ্টাব্দ

৬৫০ খ্রিষ্টাব্দ

৮৫০ খ্রিষ্টাব্দ

৭৫০ খ্রিষ্টাব্দ